রবিবার (১ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকা উপজেলা অডিটরিয়াম হলে
উপজেলা জামায়াত ইসলামীর আমীর মোহাম্মদ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে প্রধান তিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর জেলা আমীর ড. মো. জাহাঙ্গীর আলম।
উপজেলা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক এডভোকেট মো. তাজুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর মো. খায়রুল হাসান, গাজীপুর জেলা মজলিসে শুরা সদস্য ও জেলা আইন বিষয়ক সম্পাদক মো. মোখলেছুর রহমান খান, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান।
মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর আলহাজ্ব মো. আফতাব উদ্দিন, মাওলানা মো. বদিউজ্জামান, বক্তারপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি মাওলানা মো. মজিবুর রহমান প্রমূখ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কালীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড দেওপাড়া গ্রামের মো. আকবর আলীর ছেলে মো. জাকারিয়া হোসেন জুয়েল (২৮) ও উপজেলার নাগরী ইউনিয়নের সেনপাড়া গ্রামের মো. তাজুল ইসলাম এর ছেলে মো. দেলোয়ার হোসেন সিয়াম পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় শেষে নিহত দুই পরিবারের সদস্যদের মাঝে প্রত্যেককে দুই লাখ টাকা করে চার লাখ টাকার চেক প্রদান করেন। পরিশেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা কামনা করে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করা হয়।
এ সময় বাংলাদেশ জামায়াত ইসলামী গাজীপুর জেলা, কালীগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ সহ ৬ শতাধিক লোক উপস্থিত ছিলেন।