শনিবার , ২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

৩০ হাজার মেট্রিক টন রক ফসফেট ও ৭০ হাজার মেট্রিক টন এমওপি সার সংগ্রহ করবে সরকার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৩ জুন, ২০২৫

ঢাকা, ৪ জুন, ২০২৫ (বাসস): দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রায় ৩০ হাজার মেট্রিক টন রক ফসফেট ও ৭০ হাজার মেট্রিক টন এমওপি সার সংগ্রহের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২২তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) সংযুক্ত আরব আমিরাতের মেসার্স জেনট্রেড এফজেডই (প্রস্তুতকারক: ওসিপি এস.এ. মরক্কো) থেকে টিএসপিসিএলের জন্য প্রায় ৮৯ কোটি ৫০ লাখ টাকায় ৩০ হাজার মেট্রিক টন রক ফসফেট কিনবে। যার প্রতি মেট্রিক টন রক ফসফেটের দাম পড়বে ২৩২ দশমিক ৯০ মার্কিন ডলার।

কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কানাডার কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন (সিসিসি) থেকে প্রায় ১৬৫ কোটি ৭৩ লাখ টাকায় ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার কিনবে। যার প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৩৯ দশমিক ৬৩ মার্কিন ডলার।

কৃষি মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের ভিত্তিতে বিএডিসি রাশিয়ার জেএসসি ‘ফরেন ইকোনমিক কর্পোরেশন (প্রোডিনটর্গ)’ থেকে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় প্রায় ১২৪ কোটি ৩০ লাখ টাকায় ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার সংগ্রহ করবে। যার প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৩৯ দশমিক ৬৩ মার্কিন ডলার।