শনিবার , ২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

সুপ্রিম কোর্ট বারের বার্ষিক চাঁদা ও কিউবিক্যালস পরিশোধ অনলাইনে

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৩ জুন, ২০২৫

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এবার ডিজিটাল রূপ নিচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) প্রশাসনিক কার্যক্রম। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক চাঁদা এবং কিউবিক্যালস ভাড়া এখন থেকে অনলাইনেই পরিশোধ করা যাবে।

সমিতির কার্যকরী কমিটি ২০২৪-২০২৫ ঘোষণা করেছে, এখন থেকে সুপ্রিম কোর্ট বার (SCBA) এর অফিসিয়াল ওয়েবসাইট [১] -এ লগইন করে সদস্যরা অনলাইনের মাধ্যমে বার্ষিক চাঁদা এবং কিউবিক্যালস ভাড়া পরিশোধ করতে পারবেন।পেমেন্টের জন্য ব্যবহার করা যাবে সোনালী ব্যাংক ও বিকাশ।

সমিতির পক্ষ থেকে জানানো হয়, এই পদক্ষেপ আইনজীবীদের সময় ও পরিশ্রম সাশ্রয়ে সহায়ক হবে এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতি আনবে।

এই উদ্যেগকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ডিজিটাল রূপান্তরের পথে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, সমিতির বর্তমান অন্তর্বর্তীকালীন কমিটিকে ধন্যবাদ। সম্পাদক হিসাবে দায়িত্ব পালনকালে এমন অনেক উদ্যোগ নিয়েছিলাম। দেরিতে হলেও এটি বাস্তবায়ন হয়েছে দেখে আনন্দিত হচ্ছি। আলহামদুলিল্লাহ।

এফএইচ/এএমএ/এমএস