(১) দেশপ্রেম শুধু স্লোগানে নয়, কাজে প্রমাণ করুন। (২) ক্ষমতার মোহ নয়, জনগণের সেবাই হোক আপনার লক্ষ্য। (৩) বিভেদ নয়, ঐক্য গড়ুন, দেশ গড়ুন। (৪) সত্যের পথে থাকুন, মিথ্যার কাছে মাথা নত করবেন না। (৫) তরুণদের স্বপ্ন দেখান, তাদের পথে বাধা নয়, সহায় হোন। (৬) অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হোন, নীরবতা কাপুরুষতা। (৭) গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতপ্রকাশের স্বাধীনতা, এর প্রতি শ্রদ্ধাশীল হোন। (৮) নিজের স্বার্থ নয়, দেশের স্বার্থকে প্রাধান্য দিন। (৯) ইতিহাস থেকে শিক্ষা নিন, ভুলগুলো পুনরাবৃত্তি করবেন না। (১০) মানুষের কথা শুনুন, তাদের সমস্যা বোঝার চেষ্টা করুন।
om5x8x
n5tgij
fbb4tv