রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

ফাঁকা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে চালকের সহকারী নিহত, আহত ১৯

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৩ জুন, ২০২৫

ময়মনসিংহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে চালকের সহকারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৯ যাত্রী। আজ বুধবার সকাল পৌনে আটটার দিকে নগরের চায়না মোড় এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মঞ্জুরুল হাসান (৪১) শেরপুরের শ্রীবরদী উপজেলার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জুনায়েদ এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাস শেরপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। সকাল পৌনে আটটার দিকে চায়না মোড় এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে উল্টে যায়। ঘটনাস্থলেই বাসের চালকের সহকারী মঞ্জুরুল হাসান মারা যান। এ সময় আহত হন অন্তত ১৯ যাত্রী।

স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর চালক পালিয়ে যান।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ সফিকুল ইসলাম বলেন, আহত অবস্থায় ১৯ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাঁদের মধ্যে শিশুসহ সাতজনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

ফিরোজ হোসেন বলেন, বাসটি জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। কারণ, সড়ক ফাঁকা ছিল। দুর্ঘটনার অন্য কোনো কারণ দেখা যাচ্ছে না।