বৃহস্পতিবার , ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ দম্পতি নিহত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৩ জুন, ২০২৫

নড়াইল, ১২ জুন ২০২৫ (বাসস): ইজি বাইক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে জেলায় বৃদ্ধ দম্পতি নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

জেলার কালিয়া উপজেলার কালিয়া-বর্দিয়া সড়কের নড়াগাতী থানার তালবাড়িয়া এলাকায় আজ দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাফর মামুন (৭২) এবং তার স্ত্রী মর্জিনা বেগম (৬২) জেলার কালিয়া পৌরসভার বারো-কালিয়া বেপারীপাড়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুর ১টা ১৫ মিনিটে কালিয়া-বর্দিয়া সড়কের নড়াগাতী থানার তালবাড়িয়া এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ইজিবাইকের যাত্রী জাফর মামুন, তার স্ত্রী মর্জিনা বেগম এবং চালক বাবুল শরীফ গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত জাফর ও মর্জিনাকে মৃত ঘোষণা করেন। চালক বাবুল শরীফকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে যানবাহন জব্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।