বৃহস্পতিবার , ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে স্বামী–স্ত্রী নিহত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৩ জুন, ২০২৫

নড়াইলের কালিয়া উপজেলায় বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের তালবাড়ীয়া এলাকায় কালিয়া–বড়দিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বড় কালিয়া এলাকার জাফর মুন্সী (৭০) ও তাঁর স্ত্রী মর্জিনা বেগম (৬০)। দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশাচালক বাবুল শরীফ। তিনিও একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে স্ত্রী মর্জিনাকে নিয়ে বড় কালিয়া এলাকা থেকে অটোরিকশায় বড়দিয়ার দিকে যাচ্ছিলেন জাফর। পথে তালবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালক বাবুল, যাত্রী জাফর ও তাঁর স্ত্রী মর্জিনা গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জাফর ও তাঁর স্ত্রী মর্জিনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাবুলকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পরপর ট্রাকচালক পালিয়ে গেছেন বলে জানান নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ওই চালককে ধরতে অভিযান চলছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।