রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

কাওরাইদ ইউনিয়ন বেলদিয়া গ্রামের শেখ সোহেল ও বাপতা গ্রামের আজাহার আলী মন্ডল শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার দেন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৩ জুন, ২০২৫

বিশেষ প্রতিনিধি – মিনহাজ উদ্দিন :জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম কেন্দ্রীয় সংসদ, সহ-সভাপতি ও সাবেক ছাত্র নেতা, এবং বাপতা লাল সবুজ যুব ও ক্রীড়া সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা মন্ডলী- শেখ সোহেল । এবং সাবেক ছাত্রনেতা ও লাল সবুজ যুব ও ক্রীড়া সমাজ কল্যাণ পরিষদের – দাতা সদস্য, প্রবাসী আজাহার আলী মন্ডল, তারা বিভিন্ন সময় হতদরিদ্র মানুষের পাশে থাকেন জানা যায় । তারা বললেন, ঈদের আনন্দ শুধুমাত্র নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের হতদরিদ্র মানুষের সঙ্গেও ভাগ করে নেওয়ার আনন্দটা অন্যরকম । এবং তারা সকলের উদ্দেশ্য করে বলেন, আমাদের সমাজে হতদরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর নিজ নিজ দায়িত্ব, সবার এলাকা বা মহল্লা থেকে, সকলে মিলে হতদরিদ্র মানুষদের পাশে দাঁড়ান, ইসলামে জাকাত ও ফিতরা দেওয়ার মাধ্যমে দরিদ্রদের সাহায্য করার বিধান রয়েছে। ঈদের আগে নির্ধারিত সময়ে সঠিকভাবে জাকাত ও ফিতরা বিতরণ করুন। এবং সকলি নিজ জায়গা থেকে, ঈদের আগে চাল, ডাল, তেল, সেমাই, চিনি ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করতে পারেন । নতুন বা ভালো মানের পুরোনো পোশাক বিতরণ করে দরিদ্রদের ঈদের আনন্দ বাড়িয়ে দিন। দরিদ্র পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান করুন। শিশুদের জন্য ঈদের পোশাক, খেলনা এবং খাবার বিতরণ করুন। বৃদ্ধদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং খাবার সরবরাহ করুন। দরিদ্র পরিবারের শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিন। তাদের সাথে ঈদের দিনে কিছুটা সময় কাটান। এবং স্থানীয় সামাজিক সংগঠন বা স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে দরিদ্রদের সাহায্য করুন। ঈদ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে দরিদ্রদের আনন্দ দিন। দরিদ্রদের সাহায্য করার জন্য অন্যদের উৎসাহিত করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক পোস্ট শেয়ার করুন। এই ছোট ছোট উদ্যোগগুলো হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে সাহায্য করবে বলে এবং ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে।