একবার ৯ সংখ্যা ৮ সংখ্যাকে একটি চর বসিয়ে দিল ,তখন ৮ সংখ্যাটি জিজ্ঞেস করল, ভাই তুমি আমাকে মারলে কেন, ৯ সংখ্যা উত্তর দিল, আমি তোর থেকে বড় ,তাই মেরেছি তখন ৮ সংখ্যা ৭ সংখ্যাকে চর বসে দিল, তখন ৭ সংখ্যা জিজ্ঞেস করল, ভাই আমাকে মারলে কেন? সেও পূর্বের উত্তর দিল আমি তোর থেকে দামি, তারপর যথারীতি ৭ সংখ্যা ৬ কে, ৬ সংখ্যা ৫ সংখ্যাকে ,৫ সংখ্যা ৪ সংখ্য কে ,৪, ৩ কে ৩, ২ কে ২, ১ কে, কিন্তু নিয়ম অনুসারে এক শূন্যকে মারার কথা এক শূন্যকে না মেরে শূন্যকে বুকে টেনে নেই, দরুন এক এখন ১০ পরিণত হয় ,এখন ১০ হয়ে যায় সবার বড় ,তখন ১০ কে সকল সংখ্যায় ভয় পেতে শুরু করে, সুতরাং রাজনৈতিক বা যে কোন কাজে সকলেই ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে কাজ করা উচিত, এতে সকলেরই উপকার ও মঙ্গল হবে আশা করি ।
শনিবার , ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ঐক্যের কোন বিকল্প নেই। ………..মিনহাজ উদ্দিন (শাহরিয়ার)
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৩ জুন, ২০২৫